
অনলাইন ডেস্ক : | সোমবার, ০৮ মে ২০১৭ | প্রিন্ট | 640 বার পঠিত
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দফার ইমানুয়েল মাক্রোঁ ৬৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন লি পেন পেয়েছেন ৩৪ দশমিক ৫ শতাংশ ভোট। স্থানীয় সময় রোববার সকালে শুরু হয় এ ভোট।
বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানায়, বেসরকারি এ ফলাফলে ৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার এমানুয়েল মাক্রোঁ হচ্ছেন, ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।
ফ্রান্সে রাজনৈতিক প্রধান দুটি ধারার বাইরে তিনিই প্রথম ব্যক্তি যিনি দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন। এটি দেশটির কয়েক দশকের ইতিহাসে ব্যতিক্রম ঘটনা।
প্রাথমিক ফল ঘোষণার পর এমানুয়েল মাক্রোকেঁ অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ ক্লদ ইয়োঙ্কার।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে কেউ ৫০ শতাংশের ভোট বেশি না পাওয়ায় এগিয়ে থাকা দুই প্রার্থী মাক্রোঁ ও পেনের মধ্যে রোববার রানঅফ ভোট হয়।
Posted ২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০১৭
America News Agency (ANA) | Payel