
অনলাইন ডেস্ক : | রবিবার, ০৭ মে ২০১৭ | প্রিন্ট | 607 বার পঠিত
তানজানিয়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অন্তত ৩৫ জন ক্ষুদে শিক্ষার্থীর৷ এরা প্রত্যেকেই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ছিল৷ সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে উত্তর তানজানিয়ার আরুশা প্রদেশে৷ বাসে করে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই শিক্ষার্থীরা৷ এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন দুই শিক্ষক ও বাসচালক৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়৷ বাসের ভেতরে থাকা পরীক্ষার্থীদের অধিকাংশের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল৷ পরে স্থানীয় সংবাদ মাধ্যম দুর্ঘটনার ছবি প্রকাশ করে৷ তাতে দেখা গেছে বাসের সামনে পড়ে রয়েছে পরীক্ষার্থীদের সারি সারি দেহ৷ এলাকায় শোকের পরিবেশ৷ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি শোক জ্ঞাপন করেছেন৷
Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০১৭
America News Agency (ANA) | Payel