
অনলাইন ডেস্ক : | সোমবার, ০১ মে ২০১৭ | প্রিন্ট | 733 বার পঠিত
ইরাক ও সিরিয়ার আইএসের বিরুদ্ধে প্রায় তিন বছর আগ থেকে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৩৫২ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী পক্ষ থেকে এই সত্য স্বীকার করা হয়।
গত মার্চ পর্যন্ত আইএসবিরোধী মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে সমন্বিত যৌথ টাস্কফোর্সের মাসভিত্তিক পর্যালোচনায় এ সংখ্যা জানানো হয়। এতে ২০১৪ সালের পর থেকে ইরাক ও সিরিয়ায় তথাকথিত আইএস জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন অভিযানের তথ্য দেয়া হয়েছে। যদিও মানবাধিকার সংস্থাগুলোর মতে সেখানে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা আরও অনেক বেশি।
টাস্কফোর্সের ওই বিবৃতিতে ইরাক ও সিরিয়ায় অনাকাঙ্ক্ষিত বেসামরিক নাগরিকের মৃত্যুতে তাদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পেন্টাগনের ওই বিবৃতি প্রতিবেদনে আরো দেখা গেছে, গত ফেব্রুয়ারির আগে ওই অঞ্চলে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ছিলো ২২৯ জনের মতো, যা পরবর্তী দুই মাসে বেড়ে দাঁড়ায় ৩৫২ তে। প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ জন। ২০১৪ সালের আগস্টের পর ৮০ জন নিহতের কথা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তা এবার যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে মার্চে পরিচালিত তিনটি পৃথক হামলায় ২৬ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সিএনএন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০১ মে ২০১৭
America News Agency (ANA) | Payel