বুধবার ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেভিড ক্যামেরন আজ ঢাকায় আসছেন

এনা/অনলাইন :   |   বুধবার, ২৬ এপ্রিল ২০১৭   |   প্রিন্ট   |   915 বার পঠিত

ডেভিড ক্যামেরন আজ ঢাকায় আসছেন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ বুধবার দুই দিনের এক বেসরকারি সফরে ঢাকায় আসছেন। সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর দুপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। স্থানীয় একটি হোটেলে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি।
যুক্তরাজ্যের স্বনামখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে স্থাপিত গবেষণাধর্মী আইজিসি-অক্সফোর্ড কমিশন উন্নয়নশীল দেশগুলোতে টেকসই উন্নয়নে কাজ করে চলেছে। এই কমিশনের চেয়ারম্যান হলেন ডেভিড ক্যামেরন।
সফরকালে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন বলে জানা যায়। এ ছাড়া আজ তিনি ব্রিটিশ উন্নয়ন সংস্থা ডিএফএআইডি’র অর্থায়নে ঢাকায় একটি উন্নয়ন প্রকল্প এবং একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সিদ্ধান্ত আসার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা হবে তার প্রথম বাংলাদেশ সফর।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997