
অনলাইন ডেস্ক : | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 608 বার পঠিত
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি মিনিবাস দুর্ঘটনায় ২০জন শিশু নিহত হয়েছে।
প্রিটোরিয়ার উত্তরে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শিশুদের বহন করা ওই বাসটিতে আগুন ধরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি একথা জানিয়েছে।
যারা নিহত হয়েছে তারা সবাই সেখানকার বোর্ডের প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থী। প্যানিয়েজ লুসুফী নামে এক ব্যক্তি বলেন, ‘এটি আমাদের জন্য একটি অন্ধকারময় দিন।’
স্থানীয় গ্যুটেন শিক্ষা বিভাগ ২০জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা এক টুইট বার্তায় জানিয়েছে, ‘এটি আমাদের জন্য অনেক বড় ক্ষতি এবং বেদনাদায়ক।’
Posted ১১:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel