
অনলাইন ডেস্ক : | রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 898 বার পঠিত
আজ রোববার থেকে ঢাকায় গণপরিবহনে ‘সিটিং সার্ভিস’ থাকছে না। শনিবার বিকেলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা পরিবহন মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, রোববার থেকে বাস-মিনিবাসসহ সবরকমের গণপরিবহনে কিলোমিটার প্রতি সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নতুন করে সব পরিবহনে সুস্পষ্ট ভাড়ার তালিকা রাখতে হবে।
এর আগে ৪ এপ্রিল ঢাকা পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, ১৫ এপ্রিলের পর রাজধানীতে ‘সিটিং ,গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস’ নামে কোনো বাস চালানো যাবে না। অবৈধভাবে যেসব বাসে আসন বাড়ানো হয়েছে, সেগুলো অপসারণ করতে হবে। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। বাসে দৃশ্যমান স্থানে থাকতে হবে ভাড়ার তালিকা।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel