
অনলাইন ডেস্ক : | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 964 বার পঠিত
অস্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন-২০১৭ এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি ও অপরিহার্য জনস্বার্থে মসজিদ, মন্দির, প্যাগোডা, কবরস্থান এবং শশ্মানের জমি অধিগ্রহণের বিধান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। খবর বাসসের
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, অনুমোদিত খসড়াটি হচ্ছে ১৯৮২ সালের একটি অধ্যাদেশের বাংলা রূপান্তর। উচ্চ আদালতের আদেশে এর বাংলা ভাষান্তর উপস্থাপনে কিছু বিধির সংস্কার করা হয়। বিদ্যমান ৮২ অধ্যাদেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, কবরস্থান ও শশ্মানের জমি অধিগ্রহণের বিধান নাই। কিন্তু প্রস্তাবিত আইনের ৪(১৩) ধারায় পুনর্নির্মাণ সাপেক্ষ এসব স্থাপনার জমি অধিগ্রহণ করা যাবে।
জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ জেলা প্রশাসনে পৌঁছাতে ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জমি অধিগ্রহণকালে বাজার মূল্যের চেয়ে তিন গুণ অধিক দাম দেয়া হবে। এ ছাড়া কোনো বেসরকারি সংস্থা স্কুল স্থাপনসহ কোনো জনস্বার্থে জমি অধিগ্রহণ করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাজার দরের চার গুণ ক্ষতিপূরণ পাবেন।
সংশ্লিষ্ট এলাকার এক বছরের জমির গড় মূল্যের ভিত্তিতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে মন্ত্রিপরিষদ বাংলাদেশ ও ভারতের মধ্যে মোটরযানে যাত্রী যাতায়াতের ব্যাপারে একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। এ ছাড়া বৈঠকে ঢাকা ও ভারতের কলকাতার মধ্যে খুলনা হয়ে যাত্রীবাহী বাস সার্ভিসের কার্যক্রম নিয়ে একটি সম্মতিপত্রের খসড়ায়ও অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের সময় কিংবা পরে এই চুক্তি ও সম্মতিপত্র স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জের হাটিকুমরুল ও যশোরের মধ্য দিয়ে ঢাকা-কলকাতা রুটে বাস চলাচল করছে। তবে নতুন সম্মতিপত্র যখন কার্যকর হবে তখন ঢাকা-খুলনা রুটে আরেকটি বাস সার্ভিস চালু হবে।
তিনি জানান, নতুন বাস সার্ভিস মাওয়া, গোপালগঞ্জ, খুলনা ও যশোর রুটে চালু হলে বর্তমান রুটের চেয়ে ৯৬ কিলোমিটার দূরত্ব কমে যাবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ঢাকা-কলকাতা রুটের নতুন বাস সার্ভিস বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
শফিউল আলম জানান, ২৩ জুলাই জাতীয় জনসেবা দিবস (ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে) ঘোষণার একটি প্রস্তাবও মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়।
এ ছাড়া বৈঠকে অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারস সংক্রান্ত বাংলাদেশ জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘ডব্লিউএইচও চ্যাম্পিয়ন ফর অটিজম’-এ ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
গত ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবসে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ডব্লিউএইচও-এর আঞ্চলিক কার্যালয়ে এই ঘোষণা দেয়া হয়।
বৈঠকে মন্ত্রিবর্গ ও প্রতিমন্ত্রীগণ যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।
–সম
Posted ৯:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel