
অনলাইন ডেস্ক : | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 857 বার পঠিত
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো স্টেশনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিসহ বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
ঘটনায় ১০ জনের নিহত হওয়ার আশঙ্কা করছে রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটি। একইভাবে দ্য ইন্ডিপেনডেন্টের খবরেও হতাহতের সম্ভাব্য সংখ্যা ১০ জন বলা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, সেখানে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার এক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বিস্ফোরক ডিভাইসটির ওজন ২০০-৩০০ গ্রাম টিএনটি (টিএনটি হলো বিস্ফোরকের ওজন মাপার একক)।
ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে’।
রুশ সংবাদ সংস্থাগুলো বলছে, মেট্রো সিস্টেমে দুটি বিস্ফোরণ হয়েছে। প্রথম বিস্ফোরণটি হয় সেনায়া প্লোশচাদ মেট্রো স্টেশনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে ইন্সটিটিউট অব টেকনোলজি স্টেশনের কাছে।
ওই ঘটনার পর অন্তত আটটি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
Posted ৯:০০ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel