
অনলাইন ডেস্ক : | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 833 বার পঠিত
ছবি -পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি সর্বসম্মতিক্রমে ও আনন্দের সঙ্গে পাস করার জন্য ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আনন্দঘন পরিবেশে ছিটমহল ও মানুষ বিনিময় বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।’ খবর বাসসের
রোববার সন্ধ্যায় ভারতের স্পিকার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি তাকে এ কথা বলেন।
আইপিইউ’র ১৩৬তম সম্মেলনে যোগদান উপলক্ষে সুমিত্রা মহাজন এখন ঢাকায় রয়েছেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সুমিত্রা মহাজনের সভাপতিত্বে ভারতীয় পার্লামেন্টে এই স্থলসীমানা বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
এ সময় সুমিত্রা জানান যে, ওই বিলে সমর্থন দিয়ে লোকসভার সকল সদস্য অত্যন্ত খুশি ছিলেন এবং এটি ছিলো প্রকৃতপক্ষেই ঐতিহাসিক ও অসাধারণ।
প্রধানমন্ত্রী ভারতীয় লোকসভার স্পিকারকে স্বাগত জানিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়াল আলম, ভারতীয় লোকসভা সচিবালয়ের সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel