
অনলাইন ডেস্ক : | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট | 791 বার পঠিত
মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে একটি অর্থাৎ খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে সোয়াত বাহিনী সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। সেই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন হিটব্যাক’। সোয়াতের দায়িত্বশীল কর্মকতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় মাগরিবের আযানের সময় সোয়াত বাহিনী জঙ্গিদের অবস্থানরত বাসায় হামলা চালায়। তবে পাল্টা হামলার কোন ঘটনা ঘটেনি।
ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি রয়েছে থমথমে। কাউকে ওই বাড়ির আশপাশে যেতে দেয়া হচ্ছে না। অপারেশন হিটব্যাকের পর জঙ্গি অবস্থানরত বাড়িটিও শুন শান নীরব।
তবে অপারেশন শেষ কিনা সে কথা নিশ্চিত করেনি সোয়াত বাহিনী। এব্যাপারে গণমাধ্যমকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেয়া হয়নি।
এছাড়া বড়হাট এলাকায় জঙ্গিদের অবস্থানরত বাড়িটিও এখন অনেকটা নীরব। সন্ধ্যার পর এক পশলা ভারী বৃষ্টিপাতের পর গোটা এলাকায় লোকজনের উপস্থিতিও কমে গেছে।
এ রিপোর্ট লেখা (সাড়ে রাত ৯টা) পর্যন্ত সোয়াত বাহিনী খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে অবস্থান করছিলো। ধারণা করা হচ্ছে, সেখানকার অভিযান শেষ করার পর সোয়াত বাহিনী বড়হাট এলাকায় আসবে।
বড়হাট এলাকায় রাতে র্যাব, পুলিশ, আর্মড পুলিশ, সিআরটিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
Posted ১১:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel