মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোন কথা বাদ পড়েনি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   858 বার পঠিত

কোন কথা বাদ পড়েনি : প্রধানমন্ত্রী

অনেকের ভাল কথা তিনি (বঙ্গবন্ধু) লিখেছেন। কিন্তু তাদের অনেকেই তার সঙ্গে বেইমানি করেছেন। অনেকে মারা গেছেন আবার অনেকে বেঁচে আছেন। জানি না তারা বইটি পড়লে লজ্জা পাবেন কিনা।মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনিস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সব মানুষের সত্য কথা জানা উচিত। বঙ্গবন্ধু যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই বইটি প্রকাশ করা হয়েছে।  আমার এতো সাহস নেই তার লেখায় হাত দেবো। কোন কথা বাদ পড়েনি। বইটি পড়ে সমালোচনা করতে চাইলে করবেন, বলতে চাইলে বলবেন।তিনি বলেন, বইটা প্রকাশ করতে যাদের সহায়তা পেয়েছি একে একে সকলকে হারিয়েছি। জাতির পিতা আমার একার না জনগণের । তাই তার সবকিছু জনগণকে বিলিয়ে দিয়েছি। উনাকে সকলের কাছে তুলে দিয়েছি।প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপরিচালনা করতে গিয়ে দেখি প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু উপযুক্ত প্রতিষ্ঠান ও আইন করে দিয়ে গেছেন। এখন শুধু বাস্তবায়ন করা। একে একে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সাধ্যমত।এ দেশের মানুষের মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু। এখন সেটা রক্ষা করার দ্বায়িত্ব সকলের।

-এনা/আর

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997