
অনলাইন ডেস্ক : | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট | 827 বার পঠিত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগর জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন।
রাষ্ট্রপতির প্রদর্শনীস্থলে পৌঁছার পর পর বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান প্রদর্শনীস্থলের ওপর দিয়ে উড়ে যায় এবং প্যারাট্রুপাররা সফলভাবে প্রদর্শনীস্থলে অবতরণ করে।
সমরাস্ত্র প্রদর্শনীতে ৪৮টি স্টল রয়েছে। এরমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৩২টি, নৌবাহিনী ৬টি এবং বিমান বাহিনীর ৬টি স্টল রয়েছে। সশস্ত্রবাহিনীর সম্মিলিত স্টল রয়েছে ৪টি।
রাষ্ট্রপতি প্রদর্শনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং বিভিন্ন হালকা ও ভারী সমরাস্ত্র পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর অবদান ও সাহসিকতার স্মারক প্রদর্শিত হচ্ছে এমন স্টল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময় বিগত কয়েক বছরে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের নিদর্শন প্রদর্শিত হচ্ছে এমন স্টলসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলেন, তিন বাহিনী তাদের নিয়মিত কর্মকান্ডের পাশাপাশি দেশের আর্থ-সাাজিক উন্নয়নেও অবদান রেখে চলেছে।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের রাষ্ট্রপতির পরিদর্শন সম্পর্কে ব্রিফ করেন।
সশস্ত্রবাহিনীকে আধুনিকীকরণে ফোর্সেস গোল ২০৩০-এর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্রবাহিনীর উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।
জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্রবাহিনীর কর্মকা-ের উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করতে সেনাবাহিনী ও অন্য বাহিনীগুলো আরো ভালো করবে।
পরিদর্শনকালে রাষ্ট্রপতিকে বিভিন্ন স্টলের বৈশিষ্ট্য সম্পর্কে ব্রিফ করা হয়।
রাষ্ট্রপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ ও অন্যানের পরিবেশনায় একটি সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানও উপভোগ করেন।বাসস
Posted ১০:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel