
অনলাইন ডেস্ক : | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট | 774 বার পঠিত
কাল মহান স্বাধীনতা দিবস। বাংলার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটা জাতি। দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছা। বাড়তি নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও।
এই সুর জানান দিচ্ছে রাত পেরুলেই স্বাধীনতার প্রথম প্রভাত। শত কোটি বাঙালীর বিনম্র শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতি সৌধ।
২৬ শে মার্চ সামনে রেখে প্রস্তুতি চলছে পুরোদমে। ধোয়া মোছা আর রং লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন সাজে সাজানো হচ্ছে, গোটা এলাকা।
ফুলেল আয়োজনে দেশের সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে তৈরি তিন বাহিনীর সদস্যরা। যৌথ মহড়ায় শেষবারের মত নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা।
রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চলছে সমান তালে। শেষ হয়েছে রাস্তা সংস্কারের কাজ। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক-মহাসড়ক।
প্রতিবছরের মতো এবারও লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সাভারের এই স্মৃতিসৌধে ঢল নামবে সব শ্রেণী পেশার মানুষের।
চ্যানেল ২৪
Posted ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel