
ঢাকা : | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ | প্রিন্ট | 798 বার পঠিত
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায় আগুন লাগে। খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কাজ করে।
আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে বৈদেশিক মূদ্রানীতি বিভাগের মহাপরিচালকের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
–ইতে
Posted ১২:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel