
অনলাইন ডেস্ক : | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ | প্রিন্ট | 778 বার পঠিত
লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার ঘটনার পর সেন্ট্রাল ইংল্যান্ডের বার্মিংহামে শহরের ছয়টি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা মার্ক রৌলি বলেছেন, কয়েকশো গোয়েন্দা পুলিশ রাতভর এই অভিযান চালিয়েছে। লন্ডনের পুলিশ বলছে, হামলাকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দ্বারা উৎসাহিত হয়ে হামলা চালিয়েছে বলে তারা মনে করছেন।
মি. রৌলি এর আগে বলেন, হামলাকারীর পরিচয় তারা জানতে পেরেছেন ।
এর আগে মি রৌলি বলেছিলেন, এই হামলার ঘটনা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে তারা মনে করছেন। তবে এখন বলা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসীদের দ্বারা উৎসাহিত হয়ে সে এই হামলা চালিয়েছিল বলে ধারনা করছে পুলিশ। এ নিয়ে এর বিশদ কিছু জানান নি তিনি।
লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে চালানো ওই হামলায় হামলাকারীসহ ৫ জন নিহত হয়। এতে আহত হয়েছেন ৪০ জনের মত।
–সম
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel