
অনলাইন ডেস্ক : | রবিবার, ১৯ মার্চ ২০১৭ | প্রিন্ট | 757 বার পঠিত
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানী, মুরলী মনোহর যোশী, দলের তিন প্রাক্তন সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু, নিতিন গডকড়ী উপস্থিত ছিলেন যোগীর শপথ গ্রহণ মঞ্চে। স্থানীয় সময় শনিবার বিকেলে উত্তর প্রদেশের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের নাম ঘোষণা করে বিজেপি। আদিত্যনাথের ডেপুটি উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে দু’জনকে; এদের একজন বিজেপির রাজ্য সভাপতি কেশব প্রাসাদ মৌর্য এবং অন্যজন লক্ষ্ণৌর মেয়র দিনেশ শর্মা। খবর এনডিটিভির।
মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর ৪৬ বছর বয়সী আদিত্যনাথ বলেন, ‘আমাকে এ পদের যোগ্য বিবেচনা করায় দল ও প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ। সবার সঙ্গে মিলে সবার বিকাশ তার এই নীতি মেনে উত্তর প্রদেশকে এগিয়ে নেব আমি।’
প্রায় এক সপ্তাহ আগে উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচনে ফলাফল ঘোষিত হয়। ভারতের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যটির নির্বাচনে বিজেপি বড় ধরনের জয় পায়। তারপর থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মনোজ সিনহা, কেশবপ্রসাদ মৌর্য, স্বতন্ত্রদেব সিংহ, সতীশ মাহানা এবং সুরেশ খন্নার মতো নেতাদের নাম উঠে আসে। কিন্তু সব জল্পনাকে ভুল প্রমাণ করে মুখ্যমন্ত্রী হিসেবে গোরক্ষপুর থেকে টানা পাঁচবারের নির্বাচিত সাংসদ যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু।
ঘোষণায় নাইডু বলেন, ‘আদিত্যনাথ একজন বিশিষ্ট নেতা এবং তিনি বহুবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এই পদের জন্য তিনি অত্যন্ত যোগ্য। তার নাম প্রস্তাবের পর সব বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রতি সমর্থন জানিয়েছেন।’ গুরু গোরক্ষনাথ মন্দিরের পুরোহিত আদিত্যনাথের বিরুদ্ধে দাঙ্গায় ইন্ধন দেয়া, ধর্মবিদ্বেষে প্ররোচনা ও হত্যার চেষ্টাসহ বেশ কয়েকটি অভিযোগে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত উক্তির জন্যও আলোচিত তিনি।
মানবকণ্ঠ
Posted ১১:২১ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel