
অনলাইন ডেস্ক : | শনিবার, ১৮ মার্চ ২০১৭ | প্রিন্ট | 844 বার পঠিত
ছবি - ফোকাস বাংলা
রাজধানীর খিলগাঁওয়ে র্যাব-৩ এর চেকপোস্টে হামলার চেষ্টার সময় হামলাকারী যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার ভোর পৌনে ৫টার দিকে খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।
তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তিকে চেক পোস্টে র্যাব সদস্যরা থামতে বলেন। তিনি না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরাও গুলি ছোড়েন। এতে হামলাকারী নিহত হন। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
হামলাকারীর দেহে বাঁধা প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানান তিনি।
গত ৭ মার্চ কুমিল্লার মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় দুই জঙ্গি পুলিশের ওপর বোমা হামলা চালায়। এর পরই গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাদেবপুরের আমিরাবাদ এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ দুই জঙ্গিকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড কলেজ রোডে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় আত্মঘাতী হয় পাঁচ জঙ্গি। বৃহস্পতিবার ১৯ ঘণ্টার ওই অভিযান শেষ হওয়ার পরপরই সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক হওয়ার নির্দেশনা দেয় পুলিশ সদর দপ্তর।
এর মধ্যেই রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের পাশে প্রস্তাবিত র্যাব সদর দপ্তরের অস্থায়ী ক্যাম্পে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হন। হামলার কয়েক ঘণ্টা পরই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ ঘটনার দায় নতুন কৌশলে স্বীকার করেছে বলে খবর প্রকাশ করে তাদের মুখপত্র ‘আমাক’। তবে হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু তারা বলেনি।
আশকোনায় র্যাব ক্যাম্পের অদূরে গত বছরের ২৪ ডিসেম্বর সূর্য ভিলা নামে বাড়িতে গড়ে ওঠা জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় এক নারী জঙ্গি আত্মঘাতী হয়েছিল। সেখান থেকে পালিয়ে যায় জঙ্গি মুসাসহ কয়েকজন।
ৎশুক্রবার দুপুরের আশকোনায় হামলার পর পরই সারাদেশে বিশেষ সতর্কতা জারি করা হয়। এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বাড়ানো হয়। সন্দেহজনক ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এর মধ্যেই খিলগাঁওয়ে র্যাব-৩ এর চেকপোস্টে হামলার চেষ্টা করা হয়।
ঘটনাস্থলটি র্যাব ঘিরে রেখেছে। র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর পাঠানো হয়েছে।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel