মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন: জাতিসংঘ

এনা :   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   12723 বার পঠিত

বিশ্বে যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন: জাতিসংঘ

বিশ্বব্যাপী যুবকদের বেকারত্বর হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে। সোমবার (১২ আগস্ট) জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ বলেছে, সমগ্র বিশ্ব এখনো কোভিড-১৯ মহামারির মন্দা কাটিয়ে উঠতে পারেননি। জাতিসংঘের শ্রম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড-১৯’এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, ‘কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না।’

আইএলও বলেছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোট বেকার যুবকদের সংখ্যা সহস্রাব্দের শুরুর পর থেকে সর্বনিম্ন ছিল।

সংস্থাটি আরও জানায়, ১৩ শতাংশে গত বছর বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৯ সালে প্রাক-মহামারিকালে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশের নিচে নামে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আরও জানিয়েছে, ‘বেকারত্বের হার এই বছর এবং পরের বছর আরও ১২ দশমিক ৮ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997