
এনা : | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 12719 বার পঠিত
বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার এক আদেশে তাকে মুক্তি দেয়া হয়। মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্টের প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।
দুর্নীতি মামলায় ৮ই ফেব্রুয়ারি ২০১৮ সালে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে বাসায় থেকে চিকিৎসা ও বিদেশে না যাওয়ার শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয়া হয়। পরে কয়েক দফায় সেই মেয়াদ বাড়ানো হয়।
Posted ১১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
America News Agency (ANA) | ANA