
অনলাইন ডেস্ক : | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট | 990 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ৯টায় কলেজ থেকে মিছিল নিয়ে সড়কে এসে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির ছাত্রীরা।
সড়ক অবরোধের কারণে ব্যস্ততম নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, সায়েন্স ল্যাবরেটরি এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যদার দাবিতে আট বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
Posted ১:১১ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel