মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিসরে একযোগে ২৯ গাড়ির সংঘর্ষ, নিহত ৩২

এনা অনলাইন :   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   12739 বার পঠিত

মিসরে একযোগে ২৯ গাড়ির সংঘর্ষ, নিহত ৩২

মিসরের বেহেইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের একটি মহাসড়কে একযোগে দুই ডজনের বেশি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। খবর আল-জাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, ২৮ অক্টোবর শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী কায়রোগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওপর পার্ক করা একটি গাড়িতে আঘাত হানে। এরপর আরও কয়েকটি গাড়ি প্রচণ্ড গতিতে ওই দুই গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে একাধিক গাড়িতে আগুন ধরে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম আল আহরাম জানিয়েছে, ওয়াদি আল নাতরুনের নিকটে কায়রো-আলেকজান্দ্রিয়া মহাসড়কে কয়েকটি গাড়ির মধ্যে ভয়ংকর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল রাজধানী কায়রো থেকে অন্তত ১৬০ কিলোমিটার উত্তরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। আরও দেখা গেছে, একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

ছবিতে আরও দেখা যায়, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে। অদূরেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে পথচলতি মানুষ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। এরপর আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

আল আহরামের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৯টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে একটি যাত্রীবাহী বাসসহ ছয়টি গাড়ি আগুনে পুড়ে গেছে। এতে আরও বলা হয়, দুর্ঘটনায় অন্তত ১৮ জন দগ্ধ হয়ে মারা গেছেন।

খারাপ আবহাওয়ার কারণে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় আবহাওয়া কর্তৃপক্ষ এক দিন আগেই মহাসড়কে ঘন কুয়াশার বিষয়ে সতর্ক করেছিল।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997