
ঢাকা : | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট | 831 বার পঠিত
রাজধানীর মালিবাগ রেলক্রসিং-এর ওপর নির্মাণাধীন মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দিবাগত রাত ২টার সময় এই দুর্ঘটনা ঘটে।
মালিবাগ রেলক্রসিং সংলগ্ন ফ্লাইওভারের ওপর গার্ডার সংস্থাপনের সময় গার্ডারটি খসে পড়ে। সেসময় একজন পথচারী ছাড়াও তিনজন নির্মাণ কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। সেখানে স্বপন নামে একজন নির্মাণ শ্রমিক মারা যান।
আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
রাত আড়াইটার সময় ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে বলে জানিয়েছেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। নির্মাণ কাজে ব্যবহৃত দুটি ক্রেনের সমন্বয়হীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ফ্লাইওভারটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ। আহতদের মধ্যে প্রতিষ্ঠানটির একজন কর্মীও রয়েছেন।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel