মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, বর্তমানে সম্পদের পরিমাণ কত?

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   12762 বার পঠিত

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, বর্তমানে সম্পদের পরিমাণ কত?

আবার যেন নিজের জায়গায় ফিরে পেলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শীর্ষধনীর তালিকায় উঠে এসেছেন এক নম্বরে। গত বছরের ডিসেম্বর থেকে বিশ্বের শীর্ষধনীর তালিকায় এক নম্বরে থাকা বার্নার্ড আর্নোকে সরিয়ে আবার এক নম্বরে গেলেন তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের বিলিয়নিয়ার রিয়েল টাইম ইনডেক্স চার্টথেকে এ তথ্য জানা যায়।

খবর সিএনএন-এর। এতে বলা হয়েছে, ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট লুই ভিঁতো মোয়েত এনেসি (এলভিএমএইচ)-এর চেয়ারম্যান ও সিইও আর্নোকে পেছনে ফেলে আবারও বিশ্বের শীর্ষধনীর তালিকায় এক নম্বরে উঠে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

সোমবার স্টক মার্কেট বন্ধের আগ পর্যন্তর্য ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭.১ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে সদ্য দ্বিতীয় স্থানে নেমে আসা আর্নোর মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৫.৩ বিলিয়ন মার্কিন ডলার।
মূলত গত বছর মাস্কের টুইটার কেনার বিষয়টি নিয়েই শীর্ষধনীর তালিকা থেকে সরে যান ইলন মাস্ক। এ বিষয়ে ব্যা পক বিতর্কের সরাসরি প্রভাব পরে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে। যার ফলে অল্প সময়েই শেয়ারবাজারে বড় অঙ্কের অর্থখুইয়েছিলেন মাস্ক। তবে ২০২৩ সালে প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় ইতিবাচক ধা রায় আবারও শেয়ারবাজারে সুবিধাজনক অবস্থায় ফিরছেন টেসলার সিইও।

তবে বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৮৭ বিলিয়ন ডলার হলেও বছর দেড়েক আগেও প্রেক্ষাপট ছিল সম্পূর্ণভিন্ন। ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৪০ বিলিয়ন ডলারে! ঐ সময়ের হিসেবে তার সম্পদের পরিমাণ বার্কশায়ার হ্যাথাওয়ের মালিক, ধনকুবের ওয়ারেন বাফেটের সম্পদের দ্বিগুণের চেয়েও বেশি ছিল। গত ২০২২ সালের ডিসেম্বরে টুইটারসহ নানা ইস্যুতে মাস্কের সম্পদের পরিমাণ নেমে আসে মাত্র ১৩৭ বিলিয়ন ডলারে। এক বছরের ব্যবধানে প্রায় ২০০ মিলিয়ন সম্পদ খুইয়েছেন তিনি। এত কম সময়ে এত বেশি সম্পদ হারানোর রেকর্ডমাস্ক ছাড়া আর কারও নেই।

শুধুটে সলা নয়, বরং টুইটারের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন মাস্ক। ২০২২ সালের অক্টোবরে বহু নাটকীয়তার পর ৪৪০০ কোটি ডলারে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটি কিনে নিয়েছিলেন তিনি। সম্প্রতি মাস্ক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ টুইটারে নতুন সিইও নিয়োগ দেবেন তিনি।

বিশ্বের শীর্ষধনীর তালিকায় মাস্ক ও আর্নল্টের পরেই রয়েছেন ১১ হাজার ৭০০ কোটি ডলার সম্পদের মালিক জেফ বেজোস। আর ১১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997