
এনা অনলাইন : | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 12753 বার পঠিত
নিউজিল্যান্ডের লেবার পার্টির দলনেতা নির্বাচনে ক্রিস হিপকিনস দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির একমাত্র প্রার্থী মনোনীত হয়েছেন। এর ফলে জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হতে যাচ্ছেন ক্রিস।
ক্রিস হিপকিনস ২০০৮ সালে লেবার পার্টি থেকে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর ২০২০ সালের নভেম্বরে তাকে ‘কোভিড-১৯ মন্ত্রী’ হিসেবে নিয়োগ দেয়া হয়।
শনিবার (২১ জানুয়ারি) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পার্লামেন্টে আসার আগে ক্রিস শিক্ষামন্ত্রীর উপদেষ্টা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের কার্যালয়েও কাজ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির এমপি ক্রিস হিপকিনস। তবে এজন্য রোববার তাকে পার্লামেন্টে লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেতে হবে। বর্তমানে দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অন্যদিকে দলের সমর্থন পাওয়ার পরও প্রধানমন্ত্রী হতে ক্রিসের জন্য আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গভর্নর জেনারেলের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর গভর্নর জেনারেল রাজা তৃতীয় চার্লসের পক্ষে ক্রিসকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
উল্লেখ্য, জেসিন্ডা আরডার্ন গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কারণ হিসেবে তিনি বলেন, তিনি পরিশ্রান্ত এবং নেতৃত্ব দেবার মতো তার যথেষ্ট শক্তি নেই। আগামী ১৪ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
America News Agency (ANA) | ANA