
এনা অনলাইন : | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | প্রিন্ট | 410 বার পঠিত
বিশ্ব এখন করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের ৮ম বৈঠকের শুরুতে তিনি বলেন, ‘আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি।’
ডব্লিউএইচও প্রধান বলেন, গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। এর কারণ হিসেবে তিনি করোনার অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কথা উল্লেখ করেন।
গেব্রিয়েসুস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার প্রধান ভ্যারিয়েন্ট হয়ে উঠবে। টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারীর দয়ার ওপর ছেড়ে দেওয়া।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনো কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। তবে ডব্লিউএইচও প্রধান বলেন, টিকা সরবরাহের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্স কাজ করছে। তবে সীমিত পরিসরে। কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
America News Agency (ANA) | ANA