শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নেবেন মমতা

এনা অনলাইন :   মঙ্গলবার, ০৪ মে ২০২১ 176
মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নেবেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
সোমবার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এ ছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার। খবর আনন্দবাজার ও ইন্ডিয়া টিভির।
মমতা বলেন, কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে যোগ্য জবাব দিয়েছেন বিধায়করা। পাশাপাশি সাবধানী হওয়ার বার্তাও দেন তিনি। বিধায়কদের মনে করিয়ে দেন, বিধায়ক হয়ে গিয়েছি বলে অহংকার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।
মমতা আরও বলেন, ‘আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছে। দেশের বিরোধীরাও খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।’
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ সোমবারই প্রথম জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। সেখানে ঠিক হয়েছে, বিধানসভার স্পিকারের চেয়ারে আবারও বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রো-টেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীসহ বিধায়কদের শপথ গ্রহণের দিনও ঠিক হয় ওই বৈঠকে।
পরিষদীয় দলের নেতা হিসেবে মমতার নাম ঠিক হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলনেত্রী ঠিক করবেন, কে কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন। বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান পার্থ চট্টোপাধ্যায়

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997