এনা অনলাইন : | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি
অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন অ্যান্টিবায়োটিকের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা উচিত। আর তাই অ্যান্টিবায়োটিক আবিষ্কারে গবেষণা কাজে সমন্বিত বিনিয়োগ বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিপজ্জনক খাদ্য উত্পাদন ও অসচেতনভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার স্বাস্থ্যঝুকি বাড়াচ্ছে যা করোনা মহামারির চেয়েও মারাত্মক হতে পারে। চিকিৎসা সাফল্য ও বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী।