শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যুক্তরাষ্ট্রে নভেম্বরের শেষদিকে দু’টি ভ্যাকসিন অনুমোদনের সম্ভাবনা

এনা অনলাইন   রবিবার, ১৮ অক্টোবর ২০২০ 292
যুক্তরাষ্ট্রে নভেম্বরের শেষদিকে দু’টি ভ্যাকসিন অনুমোদনের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে নভেম্বরের শেষ নাগাদ দু’টি মার্কিন কোম্পানী কোভিড- ১৯’র ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন করতে পারে। শুক্রবার ফাইজার কোম্পানী বলেছে, সুরক্ষা তথ্য পাওয়ার পর নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ তারা ভ্যাকসিনের পরবর্তী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে বলে আশা করছে।

৩ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের অনেক পরে জরুরি অনুমোদনের পদক্ষেপ চাচ্ছে ভ্যাকসিন কোম্পানী। এদিকে ফাইজারের এই ঘোষণার মানে যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষ নাগাদ দু’টি ভ্যাকসিন পেতে যাচ্ছে। কারণ ম্যাসাসুচেটস ভিত্তিক বায়োটেক ফার্ম মডার্না আগামী ২৫ নভেম্বর ভ্যাকসিন অনুমোদনের আবেদন করবে।

ফাইজার কোম্পানীর চেয়ারম্যান ও সিইও আলবার্ট বাউরলা এক খোলা চিঠিতে বলেছেন, সুরক্ষা তথ্য পাওয়ার পর ফাইজার নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন করবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভ্যাকসিন অনুমোদিত হলেও সকলের কাছে পৌঁছাতে বেশ কয়েক মাস সময় লাগবে। এছাড়া ভ্যাকসিনের শতভাগ কার্যকারিতা নিয়েও তারা তাদের সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি তারা বলছেন, সংক্রমণ রোধে মাস্ক এবং সামাজিক দূরত্বের বিকল্পও ভ্যাকসিন হতে পারে না।

মায়ো ক্লিনিকের সংক্রমণ বিষয়ক ডাক্তার প্রফেসর প্রিয়া শম্পাথকুমার বলেন, ভ্যাকসিন কোন ম্যাজিক বুলেট নয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

ফাইজার ও মডার্না দ’টোই মার্কিন সরকারের অর্থায়নে তাদের ভ্যাকসিনের কার্যক্রম চালাচেছ। উভয় কোম্পানী জুলাই মাসের শেষ নাগাদ তাদের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ শুরু করে। তাদের লক্ষ্য চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997