রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফিল্ম মিউজিয়ামের উদ্বোধন

এনা অনলাইন   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   334 বার পঠিত

ফিল্ম মিউজিয়ামের উদ্বোধন

রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হল ফিল্ম মিউজিয়াম। সেই সাথে আজ থেকেই সবার জন্য মিউজিয়ামটি উন্মুক্ত করা হয়েছে।  বুধবার (১৪অক্টোবর) সকালে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ফিল্ম মিউজিয়ামের উদ্বোধন করেন। তার আগে তথ্য সচিব ফিল্ম আর্কাইভের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

এতে বাংলাদেশে চলচ্চিত্রের ক্রমবিকাশে বিভিন্ন সময় ব্যবহৃত নানা ধরনের ক্যামেরার মধ্যে অ্যারি টু-সি ক্যামেরা, থ্রি-সি ক্যামেরা, ফোর-সি ক্যামেরা, চাইনিজ ক্যামেরা, বি এল ক্যামেরা, প্রজেক্টর মেশিন (৮ মি.মি, ১৬ মি.মি. ও ৩৫ মি.মি.), বিভিন্ন ধরনের এডিটিং মেশিন, ফিল্ম জয়েনার, সিক্রোনাইজার, পোস্টার, ফটোসেট, ফটো অ্যালবাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার রেপ্লিকা, বাচসাস পুরস্কার রেপ্লিকা, ফিল্ম ব্লক, শুটিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি, কস্টিউম, শুটিং স্ক্রিপ্ট, ৭০ মিমি ফিল্ম ঠাঁই পেয়েছে।

এতে রয়েছে ফিল্ম বিষয়ক গবেষণা, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন, অধ্যয়ন, ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স ইত্যাদির জন্য সহায়ক ফিল্ম হসপিটাল, আধুনিক ফিল্ম চেকিং রুম, ডিজিটাল ফিল্ম ক্লিনিং ল্যাব, দুইটি ফিল্ম ডিজিটালাইজেশন ল্যাব, এলামনাই কর্নার, উৎসব আয়োজন অফিস, অতিথি কক্ষ, ক্যাফেটেরিয়া, ফিল্ম মিউজিয়াম।

এছাড়াও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামান্যচিত্র ও নানা ভিজ্যুয়াল ফুটেজের সমন্বয়ে ফিল্ম ভল্টে (লেভেল -৩) এবং বঙ্গবন্ধুর ওপর প্রকাশনাসমূহ নিয়ে বিশেষায়িত লাইব্রেরির ২য় তলায় (লেভেল -৪) বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম ভল্ট ও লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন তথ্য সচিব।

এছাড়া তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রকাশিত ‘সিনেমার পোস্টার (১৯৮৭-২০১২)-২য় খন্ড’ ও ‘আমাদের চলচ্চিত্র (তৃতীয় সংস্করণ)’ গ্রন্থ দুটির মোড়ক উম্মোচন করেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997