সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে নিহত শতাধিক

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   815 বার পঠিত

পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে নিহত শতাধিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে লাল শাহবাজ কালান্দারের মাজারে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার এই মাজারে হামলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছে। ছবি: এএফপি

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেহওয়ান শহরে মাজারে বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জঙ্গিবিরোধী এ অভিযানে সারা দেশে ১০০ জনের বেশি সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
সেহওয়ানে ত্রয়োদশ শতকের সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার দায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে।
আধা সামরিক বাহিনী রেঞ্জার্স বলেছে, সিন্ধু প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে টানা অভিযান চালানো হয়েছে। আর পুলিশ জানায়, তারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া এলাকায় অভিযান চালিয়েছে। দুই জায়গার অভিযানেই বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আফগান সীমান্তপথও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানে বড় ধরনের জঙ্গি হামলার পরপর নিরাপত্তা বাহিনী এ রকম অভিযান চালিয়ে থাকে। এবারের ঘটনার পর ইসলামাবাদের কর্তৃপক্ষ আফগান দূতাবাসের কর্মকর্তাদের তলব করেছে। পাকিস্তানের অভিযোগ, দেশটিতে হামলা চালানোর জন্য জঙ্গিরা আফগান ভূখণ্ড ব্যবহার করছে।
সূত্র : বিবিসি ও ডন

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997