
অনলাইন ডেস্ক : | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 829 বার পঠিত
চারদিনের এক সরকারি সফরে জামানির উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন।
সফরকালে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের বাইরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শনিবার অনুষ্ঠিতব্য ওই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুর পাশাপাশি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও বাংলাদেশে তাদের আশ্রয় নেওয়ার বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজ-এর একটি ফ্লাইটযোগে জার্মানির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ ত্যাগ করেন শেখ হাসিনা। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আবুধাবি হয়ে মিউনিখ পৌঁছে শুক্রবার নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
Posted ১:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel