
অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 855 বার পঠিত
যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ধনকুবের রেক্স টিলারসনের নিয়োগ চূড়ান্ত করেছে সিনেট।
এক্সন মবিলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়ে বিতর্কের জন্ম দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ পর্যন্ত সিনেট ৫৬-৪৩ ভোটে টেক্সাসের ৬৪ বছর বয়সী এই অধিবাসীর নিয়োগ চূড়ান্ত করে।
অবশ্য এর আগে ট্রাম্পের মনোনীত স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিয়োগ নিশ্চিত করতে নিয়ম পরিবর্তন করেন রিপাবলিকান সিনেটররা। ডেমোক্র্যাট সিনেটররা ওই উদ্যোগ বয়কট করেন।
ধনকুবের টিলারসনের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মুখে পড়ে।
তেল কোম্পানির সাবেক এই প্রধান রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফৎ-এর সঙ্গে কয়েকশ’ কোটি ডলারের চুক্তি করে ২০১৩ সালে ক্রেমলিন কর্তৃক ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ সম্মানে ভূষিত হয়েছিলেন।
:যুগান্তর
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel