শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

আন্তজার্তিক ডেস্ক :   রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮ 633
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নয় বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার সকালে দেশটির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে বাংলাদেশি ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদী ইদন এবং কিশোরগঞ্জের জসিম।

হতাহত সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কর্মীদের বহনকারী একটি গাড়িকে সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আটজন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, খবরটি শুনে তারা সেখাকে কর্মকর্তাদের পাঠিয়েছেন। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। স্থানীয় বাংলাদেশিরা তাঁদের এই তথ্য জানিয়েছেন। অন্য দুজনও বাংলাদেশি বলে তাঁরা শুনেছেন। তবে এখনো এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ২৭ জন শ্রমিক একটি পিকআপে করে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ ডেইলি জানিয়েছে, রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়। এখনও কয়েকজনের অবস্থা গুরুতর।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997