শনিবার ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিস বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ মে ২০১৭   |   প্রিন্ট   |   1273 বার পঠিত

প্যারিস বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে ভূমিকধারী সংগঠন প্যারিস বাংলা প্রেসক্লাবের কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে। এনায়েত হোসেন সোহেলকে (চ্যানেল আই ইউরোপ, মিলেনিয়াম টিভি) সভাপতি ও লুত্ফুর রহমান বাবুকে (সময় সংবাদ, বাংলা টিভি ইউকে প্রতিনিধি) সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলামকে নির্বাচন কমিশনার ও নয়ন মামুন, আব্দুল আজিজ সেলিমকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে শামসুল ইসলাম (মোহনা টিভি, ফ্রান্স বাংলা দর্পন), সহ-সভাপতি ফেরদৌস করিম (আখনজি নিউজ২৪, টিবিএন২৪) ও গোলাম কিবরিয়া খালেদ (দেশপ্রিয় নিউজ), সহ-সাধারণ সম্পাদক আব্দুক আজিজ সেলিম (সাহিত্য জমিন) ও শাহ মোহাম্মদ জাকারিয়া সাইমন (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক পদে নয়ন মামুন (এনটিভি, নবকণ্ঠ), সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (বিয়ানীবাজার বার্তা), কোষাধ্যক্ষ পদে সেলিম চৌধুরী (এনটিভি ইউরোপ), দফতর সম্পাদক আবুল কালাম মামুন (ডেইলি সিলেট), প্রচার সম্পাদক রেজাউল করিম (ইউরো বাংলাটিভি), প্রকাশনা সম্পাদক ফারজানা আকসা (আমাদের কথা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিমকে (জনপ্রিয় ডটকম) মনোনীত করা হয়েছে ।
এছাড়া সদস্যরা হলেন, আবু তাহির (নবকণ্ঠ), আব্দুল আজিজ (সুরমা মেইল), নজরুল ইসলাম (ফ্রান্স বাংলা দর্পণ), জুনেদ ফারহান (মানব ঠিকানা), মোহাম্মদ নাজমুল কবির (বাংলা পেইজ), আলফাজ উদ্দিন ময়না (সাপ্তাহিক গোলাব)।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১০ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997