
এনা, ঢাকা : | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 1261 বার পঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া প্রেসক্লাবের ফ্যামিলি-ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাংবাদিকদের মিলন মোহনায় পরিনত হয় স্থানীয় একটি রিসোর্ট। ওই দিন কর্মব্যস্ততার ভারে ন্যুজ সংবাদকর্মীরা আবেগ উচ্ছাসে অন্য রকম সময় পার করলেন। মেতে উঠেছিলেন কৌতুক, সংগীত, র্যাফেল ড্র, খেলা-ধুলা নিয়ে। স্মৃতির সংরাগে ভেসে বেড়ালেন সকলেই। ২৪ ফেব্রুয়ারি। দিনটি ছিল শুক্রবার। কাটায় কাটায় সকাল ১০ টা। যে যার মত করে উঠে পড়লেন ডাউস বাসে। হই হুল্লুড় কৌতুক আর গানে গানে বাস পৌছে গেল ফাগুনের পলাশ, শিমুলের লাল আভা মাড়িয়ে সিআরপি বাংলোতে।
ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মহিলা ও পুরুষদের একটি করে ইভেন্ট ও শিশুদের দু’টি ইভেন্ট। সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র তো ছিল ই। প্রেসক্লাবের উপদেষ্টা, সাপ্তাহিক মানব ঠিকানার সম্পাদক ও প্রকাশক জাবেদ খসরু এবং শাহজালাল সমবায় সমিতি আল আইন সভাপতি লোকমান হোসাইন আনুর সৌজন্যে অংশ নেওয়া সকলকে নাম সম্বলিত বিশেষ উপহার প্রদান করা হয়।
দিনভর আনন্দ উল্লাস ও ক্রীড়া প্রতিযোগিতার পর শেষবিকেলে অনুষ্ঠিত হয় পুরুস্কার বিতরণী। সকল অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম পত্রিকার জেলা প্রতিনিধি ও ফ্যামিলি ডে উদযাপন পরিষদের চীফ কো অর্ডিনেটর স্বপন কুমার দেব রতন, সাবেক সভাপতি, দৈনিক মানবজমিনের সাবেক স্টাফ রিপোর্টার ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কয়ছর রশীদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মানজুরুল হক, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার (সিলেট) মোয়াজ্জেম সাজু, কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নাজমুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, দফতর সম্পাদক ও মানব ঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম. মঈনুল ইসলাম মছলু, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল দেবনাথ।
নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাপ্তাহিক মানব ঠিকানার স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম দৈনিক কাজির বাজার প্রতিনিধি শাহ আলম শামীম।
এছাড়াও দিনভর অনুষ্টানকে মাতিয়ে রাখেন দৈনিক জনকন্ঠ সংবাদদাতা সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সমিতির সহ সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, আমেরিকান নিউজ এজেন্সি (এনা) বাংলাদেশ ব্যুরো চিফ তুহিন আহমদ পায়েল, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সাপ্তাহিক ঠিকানা (নিউইয়র্ক) স্টাফ রিপোর্টার মামুনর রশীদ মিতুল, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আবদুল আহাদ, মানব ঠিকানার রিপোর্টার আছাদুজ্জামান আছাদ, প্রিয় কুলাউড়া ২৪ ডটকমের সম্পাদক একেএম জাবের, সহ সম্পাদক নাজমুল বারী সোহেল, মানব ঠিকানার রিপোর্টার ছয়ফুল আলম সাইফুল ও জিয়াউল হক, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার এস এইচ সৈকত, এইবেলা’র শেখ রুহেল, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, ঠিকানা পাঠক ফোরামের আহ্বায়ক সুরমান আহমদ ও ক্রিকেটার এনামুল হক খলিল প্রমুখ।
অনুষ্ঠানে প্রানবন্ত উপস্থিতি ও অংশগ্রহন ছিল বেশ কয়েকজন সাংবাদিক সহ ধর্মীনিদের। তন্মধ্যে সাথী রানী দে, জায়দা বেগম, চৌধুরী মাহবুবা লিপি, তাহমিনা বেগম, জান্নাতুল ফেরদৌস মুক্তা, নাজনিন আক্তার হ্যাপি, রোকশানা খানম চৌধুরী, আয়েশা খানম, জহুরা সুলতানা, মাছুমা আক্তার, তাছলিমা সুলতানা মনি।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel