শনিবার ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় সাংবাদিকদের ব্যতিক্রমি আড্ডা

সিলেট :   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   1068 বার পঠিত

কুলাউড়ায় সাংবাদিকদের ব্যতিক্রমি আড্ডা

কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কয়ছর রশীদের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে কুলাউড়ায় এক ব্যতিক্রমি আড্ডা বসেছিল। প্রায় অর্ধশত সাংবাদিকের অংশগ্রহনে আড্ডাটি পরিনত হয় মিলন মেলায়। গত সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত আড্ডায় গান, কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশনের পাশাপাশি অনেকেই সাংবাদিকতায় সূচনালগ্ন ও অতীতের স্মৃতিচারন করে বক্তব্য দেন। প্রবাসী সাংবাদিক কয়ছর রশীদের সভাপতিত্বে এবং মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের প্রানবন্ত উপস্থাপনায় বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব, বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, ইনকিলাব প্রতিনিধি মানজুরুল হক, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, জনকন্ঠ সংবাদদাতা সঞ্জয় দেবনাথ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানব ঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী ও মো. তাজুল ইসলাম, ভোরের পাতা প্রতিনিধি আব্দুল আহাদ, জুড়ি টাইমসের সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, বাংলাদেশ টুডের প্রতিনিধি সাকির আহমদ, প্রিয় কুলাউড়ার রিপোর্টার নাজমুল বারী সুহেল, সাপ্তাহিক অর্থকাল প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
ফাঁকে ফাঁকে গান, কবিতা ও কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, রিপোর্টার নজরুল ইসলাম বেলাল, শাহ আলম শামীম, শাকিল সিদ্দিকি খালেদ ও সংগঠক সুরমান আহমদ। আড্ডায় আরও অংশ নেন সংবাদমেইলের সহযোগী সম্পাদক নাজমুল ইসলাম, বার্তা সম্পাদক শরীফ আহমদ, ফটো সাংবাদিক জুয়েল দেব, মানব কণ্ঠের প্রতিনিধি সেলিম আহমেদ, জিয়াউল হক, সংলাপের এমএ কাইয়ুম, সীমান্তের ডাকের এস আলম সুমন, এসএ সৈকত, মোহাইমিন ইসলাম মাহিন, সংগঠক মেহেদী হাসান খালিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নিহত সাংবাদিক শিমুলের প্রতি শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997