শনিবার ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের পিঠা উৎসব

কুয়েত প্রতিনিধি :   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   952 বার পঠিত

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের পিঠা উৎসব

শীতের আমেজ বইছে দেশে। নতুন ধানের আগমনে বাড়ীর আঙিনা ঘ্রানে ভরে যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা শীতের সকালে পিঠা ছাড়া নাস্তা হবেনা , অতিথী আপ্যায়নে পিঠাই সুভা পায় । যারা প্রবাসে পরিবার পরিজন নিয়ে আছে – এই প্রজন্মের সন্তানদের বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে এই ধরনের আয়োজনের বিকল্প নেই। সেই লক্ষে‍ নিগার সুলতানা পপি ও আইরিন ফারজানা জ্যামী’র উদ্যোগে ১৫ ই ডিসেম্বর ২০১৭ শুক্রবার সকাল – সন্ধ্যার আয়োজনে ছিলো পরিপূর্ন বাঙ্গালীপনায় ভরপূর “ পিঠা উৎসব”। কুয়েতে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পরিবার পরিজনের অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশে ছিলো রিগাই পার্ক । শীতের আমেজ, মিষ্টি রোদের এক ঝলক। প্রবাসে বাংলাদেশী গৃহবধুদের সকাল সন্ধ্যা পিঠা উৎসব ও একদিন আগে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আগত অতিথীরা ।
25348719_782057375327890_7498770183042585628_n
সকালে পিঠা খাওয়া, দুপুরে বিরিয়ানী, খেলা-ধুলা, বিকেলে চটপটি, মিষ্টি সেমাই, চা-কফি তো হরদম চলছে সারা বেলা। এখানে উল্লখযোগ্য সাংগঠনিক ব্যাক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব সোয়েব আহমেদ (সভাপতি ঢাকা সমিতি কুয়েত) ,আল আমিন চৌধুরী স্বপন .(কবি,সাহিত্যিক) বাংলাদেশ কমিউনিটির সাধারন সম্পাদক ফয়েজ কামাল,, ফিরোজ বদু, জায়েদুর রহমান, ইঞ্জি:সোহেল রানা, মোজুমদার, মান্নান, সাকিল, হাবিব জুনিয়ার প্রমূখ শীতের আমেজ, মিষ্টি রোদের এক ঝলক। প্রবাসী বাংলাদেশী গৃহবধুদের সকাল সন্ধ্যা পিঠা উৎসব ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997