
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭ | প্রিন্ট | 731 বার পঠিত
খালেদা জিয়াকে জাতীয় প্রেসক্লাবে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে না দেয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক। বললেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদ।সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, প্রতিবছর জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকেন। এবারও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের লিখিত অনুমতি নিয়ে খালেদা জিয়াকে প্রধান অতিথি করে আসছে ২১ জুন ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। কিন্তু গেলো ১০ জুন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করে। সেখানে সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়াকে আসার অনুমতি দেয়া যাচ্ছে না।তিনি বলেন, খালেদা জিয়া প্রতিদিন নগরীর কোথাও না কোথাও ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন। কোথাও নিরাপত্তাজনিত সমস্যা হয়নি। তাছাড়া, প্রেসক্লাবের কাছে কেউ নিরাপত্তা চায় না। সেটা প্রেসক্লাবের দায়িত্বও নয়।সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে খালেদা জিয়াকে ওই ইফতার মাহফিলে অংশগ্রহণের অনুমতি দিতে প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
Posted ২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
America News Agency (ANA) | Payel