মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিউইয়র্কে ৩১তম বাংলা বইমেলা

এনা অনলাইন :   শুক্রবার, ২৯ জুলাই ২০২২ 12802
নিউইয়র্কে ৩১তম বাংলা বইমেলা

মুক্তধার ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক ৩১তম বইমেলা ২০২২ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) শুরু হওয়া ৪ দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক এর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলার উদ্বোধন করেন কলকাতা থেকে আগত কথাসাহিত্যিক অমর মিত্র। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক অমর মিত্র বইমেলার আলো ঘরে ঘরে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধন পরপরই বইমেলায় আগত ৩১জন অতিথি মঙ্গল প্রদীপ জ্বেলে বইমেলার মঞ্চ আলোকিত করেন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সঞ্চালন করেন আদিত্য শাহীন এবং ব্যবস্থাপনায় ছিলেন রানু ফেরদৌস। সহযোগিতায় ছিলেন আল্পনা গুহ, জাকিয়া ফাহিম, পারভীন সুলতানা, রূপা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশন চেয়ারম্যান ফেরদৌস, ছাড়াকার লুৎফর রহমান রিটন, প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অনুপ দাস ড্যান্স একাডেমি (আড্ডা) বাংলা ও বিশ্ববাঙালি। অংশগ্রহণে ছিলেন মিথান দেব, নির্মা, ঈশানী, ঈসা, তিসা, কৃষ্ণা, অর্পিতা, রিয়া, ত্রিপর্ণা, রুচি, ও জয়িতা। নৃত্য পরিচালনায় ছিলেন মিথান দেব এবং পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল্পনা গুহ।

বইমেলায় টরন্টো থেকে লেখক জসিম মল্লীক, ওয়াশিংটন থেকে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, কথাসাহিত্যিক শিব্বীর আহমেদ, প্রেস মিনিষ্টার সাজ্জাদ হোসাই সবুজ, কাউন্সেলর আরিফা রহমান রুমা, নিউইয়র্কের কবি ও সাংবাদিক আকবর হায়দার কিরন, সাংবাদিক মাইন উদ্দীন আহমেদ, লেখক ইশতিয়াক রূপু, জার্মানী থেকে পিয়ারী বেগম, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুইডেন থেকে লেখক দেলওয়ার হোসাইন প্রমুখ অংশগ্রহণ করেন।

বইমেলা উদ্বোধনের পরপরই জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের উন্মুক্ত স্থানে খোলা আকাশের নিচে বই সাজিয়ে বসেন লেখক ও প্রকাশকরা। বইমেলায় অনন্যা, অন্বয়, নালন্দা, ইত্যাদি, ঘুংগুর, কথা প্রকাশ, রাইটার্স ক্লাব, ছড়াটে, অংকুর প্রকাশ, অ্যাডঅনসহ নানা প্রকাশনা সংস্থা স্টল সাজিয়ে বসেন। শুরু হয় বই বিকিকিনি। স্টলে স্টলে আগ্রহী বইপ্রেমীদের ভীড় করতে দেখা যায়।

এবারই প্রথমবারের মত খোলা আকাশের নিচে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় লেখক প্রকাশকরা সন্তোষ প্রকাশ করেছে এবং নিউইয়র্ক বইমেলায় বাংলা একাডেমি আয়োজিত গ্রন্থমেলার আমেজ ছড়িয়ে পড়েছে বলে বইমেলায় আগত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ জুলাই ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2023Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997