
অনলাইন ডেস্ক : | সোমবার, ০৮ মে ২০১৭ | প্রিন্ট | 645 বার পঠিত
ফের রদবদল হচ্ছে মন্ত্রিসভায়। এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।কাদের বলেন, বর্তমান মন্ত্রিসভার মেয়াদ অনেক দিন হয়ে গেছে। এটি হয়তো পরিবর্তন হতে পারে। তবে এই রদবদলের এখতিয়ার শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে। তিনি চাইলে সংযোজন বিয়োজন করতেই পারেন।
তিনি বলেন, সরকার প্রধান মন্ত্রিসভার সদস্য ঠিক করেন। তিনিই ঠিক করেন কাকে মন্ত্রী রাখবেন আর কাকে বাদ দেবেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন সবাই সেটা মেনে নেবে।
কথা বলেন জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত নতুন জোট নিয়েও। এ বিষয়ে কাদের বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকেই জাতীয় পার্টি মহাজোটে নেই। তারা ঐকমত্যের সরকারে আছে। নতুন জোট গঠন করলেও তারা সরকারের সঙ্গে আছে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে অনেক কিছুই হয়। জাতীয় পার্টির নতুন জোটও একটি চমক। এই চমকের রেশ কাটতে কতদিন লাগে সেটি দেখতে আসছে ভোট পর্যন্ত সময় লাগবে। কিন্তু তার অনেক দেরি আছে। ততদিনে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার পানি কোথা থেকে কোথায় গড়ায়, দেখা যাক।
Posted ২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০১৭
America News Agency (ANA) | Payel