
অনলাইন ডেস্ক : | সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 669 বার পঠিত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, লেখাপড়ার পাশাপাশি হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল কর্তৃক প্রকাশিত ‘ভয়েস অব কালুরঘাট’ নামের একটি ত্রৈমাসিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনকালে খালেদা জিয়া একথা বলেন। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ছাত্রদলের অতীত ইতিহাস গৌরবোজ্জ্বল। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির সক্রিয় ভূমিকা ছিল। বর্তমান পরিস্থিতিতেও ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিন তথ্য বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাসার সিদ্দীকী প্রমুখ।
ম্যাগাজিনটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক, গণতন্ত্র ও চলমান রাজনীতি নিয়ে মৌলিক কিছু লেখা স্থান পেয়েছে বলে জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।
ইত্তে
Posted ১২:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel