
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ | প্রিন্ট | 830 বার পঠিত
বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি দমন এখনও অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘তবে তারা (জঙ্গিরা) এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জঙ্গি দমনে রাষ্ট্রীয় কর্মসূচি ছাড়াও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্য দরকার। সেই সঙ্গে সামাজিক ও পারিবারিক তৎপরতাও জরুরি।’
মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
‘ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি নয় বরং প্রকাশ্য সমঝোতা স্বাক্ষর হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গ এখনও বাধা হয়ে আছে।’
Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel