সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে প্রেস সচিব

গণঅভ্যুত্থান আমাদের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট দিয়েছে

এনা :   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12752 বার পঠিত

গণঅভ্যুত্থান আমাদের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট দিয়েছে

ইউটিউব চ্যানেলে এ সময়ের সবচেয়ে জনিপ্রয় টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, গণঅভ্যুত্থান আমাদের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট দিয়েছে। বর্তমান সরকার এজন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এরপর রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে বৈঠক হবে। তখন বোঝা যাবে এই সরকারকে কত দিন থাকতে হবে।

১৯ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরাসরি সম্প্রচারিত এই টকশোতে সদ্য ১০০ দিন পার করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য, ব্যর্থতা আর পরিকল্পনার নানা দিক নিয়ে অনুষ্ঠানের উপস্থাপক ও ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন প্রেস সচিব।

একাত্তরের পর এই প্রথম পাকিস্তানের করাচি থেকে কনটেইনার বহনকারী জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। অন্তর্বর্তী সরকারের সময়ের এই ঘটনা বেশ আলোচিত। আওয়ামী লীগের সঙ্গে যার বৈরিতা, তার সঙ্গে বন্ধুত্ব গড়ার নীতি কী নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার? খালেদ মুহিউদ্দীন এমন প্রশ্ন রেখেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের কাছে। জবাবে প্রেস সচিব বলেন, ‘যেখানে সুবিধা পাবো, সেখানেই আমরা যাবো, বৈরিতা রেখে লাভ নেই। পাকিস্তান থেকে কম দামে পেঁয়াজ আনতে পারলে, হোয়াই নট? বাণিজ্যের ক্ষেত্রে আমরা সবাইকে বন্ধু হিসেবেই পেতে চাই।’

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা নিশ্চিতে সরকার গড়িমসি করছে- এমন অভিযোগে আহত আর তাদের স্বজন-বন্ধুরা সম্প্রতি সড়কে নেমে এসে আন্দোলন করেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। আহত মোট ১৯ হাজার ৯০০ জন। প্রত্যেকের পাশে নাম ধরে ধরে দাঁড়ানো হয়েছে। ১১টি বিশেষায়িত হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তবে আহতদের জন্য আরো বেশি কিছু করা উচিত। কিন্তু আমলতান্ত্রিক জটিলতার কারণে কিছু সমস্যা তৈরি হচ্ছে, স্বীকার করেন শফিকুল আলম।

পতন হওয়া আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা কারাবন্দী। কেউ কেউ এখনো পলাতক। আবার কেউ কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। তারা কীভাবে পালিয়ে গেলেন- এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও স্বৈরাচারের বড় একটা সহচর ছিল। তারা পালাতে সহায়তা করেছে। ৫ থেকে ৮ আগস্টের মধ্যে বেশিরভাগ পালিয়েছে। তখন পুলিশও সেভাবে কাজ করেনি। এই কারণে অনেক ক্ষেত্রে গ্রেপ্তার সম্ভব হয়নি।

এদিকে সরকারের ১০০ দিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, তাতে ‘আশাহত’ হওয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যে নির্বাচিত নয়, এ বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি। এ নিয়ে সরকারের অবস্থান জানতে চান খালেদ মুহিউদ্দীন। জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মির্জা ফখরুল যে মতামত দিয়েছেন, সেটা নিয়ে কিছু বলবেন না।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997