সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রবাসীদের ১২ দাবি পেশ

এনা :   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   12736 বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রবাসীদের ১২ দাবি পেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রবাসীদের ১২ দাবি পেশবিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে রিজার্ভ। কিন্তু এসব রেমিটেন্স যোদ্ধারা মাতৃভূমিসহ বিভিন্ন দেশে নানা সমস্যায় জর্জরিত। তাদের এসব সমস্যা সমাধানে ১২ দফা দাবি উত্থাপন করেছে ‘প্রবাসী বাংলাদেশি ফোরাম’। দাবি সম্বলিত একটি স্মারকলিপি গত ২৬ জুন সন্ধ্যায় নিউইয়র্ক সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে তুলে দেয়া হয়।

প্রবাসীদের পক্ষে স্মারকলিপিটি মন্ত্রীকে প্রদান করেন প্রবাসী বাংলাদেশি ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ডা. নারগিস রহমান ও শামীম আহমেদ।

এর আগেও কয়েকবার এই দাবিগুলো সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরেছিলেন ফখরুল আলম।

দাবির মধ্যে রয়েছে :

১. নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু;

২. নিউইয়র্কসহ সারাবিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালু করা, যা ইতোমধ্যে ব্রিটেনে চালু রয়েছে;

৩. বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা গ্রহণ;

৪. দেশের ভূমিদূস্যদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করা। বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা;

৫. শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ;

৬. দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ;

৭. বাংলাদেশের অফিস-আদালতে লাল ফিতার দৌরাত্ম বন্ধের জন্যে ঢাকায় চালু করা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা;

৮. প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের অর্থে গড়ে ওঠা অর্থনীতির লাখ-কোটি টাকা বিদেশে পাচার বন্ধসহ পাচারকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা;

৯. জন্মভূমি সফরকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা;

১০. দেশে প্রবাসীদের ঘর-বাড়ি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যবস্থা;

১১. কনস্যুলেট সেবা বৃদ্ধি করে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, মৃত্যুসনদ, দেশের সম্পত্তি হস্তান্তরে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ প্রদানের মতো কাজগুলো সহজ করা এবং

১২. প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে নেওয়ার ব্যবস্থা করা। দাবিগুলো উত্থাপন করে ফখরুল আলম বলেন, প্রিয় জন্মভূমি ত্যাগ আসলে একটা রক্তক্ষরণের মতো বিষয়। প্রবাসীরা সেই তীব্র ব্যথাকে উপেক্ষা করে প্রবাস জীবনযাপন করার পাশাপাশি নানাভাবে নিজ নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রকে সহযোগিতা করছেন। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজ দেশে-প্রবাসে নানা সমস্যায় জড়িত। এমন কি, প্রবাসীদের পাঠানো অর্থ আবার বিদেশে পাচার হয়ে আসছে। অথচ তার কোন প্রতিকার বা বিচার নেই।

তিনি আরো বলেন, ভূমিদস্যুরা প্রবাসীদের সঙ্গে চরম প্রতারণা করছে। প্রবাসীদের অর্থ নিয়ে জায়গা-জমি, ভূমি, অ্যাপার্টমেন্ট, প্লট বুঝিয়ে দিচ্ছে না। আত্মীয়-স্বজনরাও প্রবাসী ভাই-বোনের সম্পত্তি গ্রাস করে নিচ্ছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997