সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   894 বার পঠিত

বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার হতাশা থেকে বিএনপি বেপরোয়া চালকের মতো বেপরোয়া দলে পরিণত হয়েছে। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, তেমনি বিএনপি আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তার ঠিক নেই।
শুক্রবার রাজধানীর কাকরাইল মোড়ে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক দর্শনভিত্তিক গ্রন্থের লাইব্রেরি ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রে’র উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘নতুন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য আওয়ামী লীগের মুখপাত্রের মতো’- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা কখন যে কী বলেন, কী করেন- তারা নিজেরা ছাড়া কেউই জানে না।’
দেশের রাজনৈতিক নেতাকর্মীদের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তাদের বই পড়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, দেশে অনেক বড় বড় নেতা রয়েছেন। তারা নিজেদের কর্মজীবন নিয়ে বই লেখেন না। এটা হতাশাজনক।
ছুটির দিন ছাড়া রাজধানীতে কোনো জনসভা করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুর্ভোগ হয়, তারা কষ্ট পায়- এমন কর্মসূচি আমরা দেব না। আগামী মার্চে তিনটি জাতীয় দিবসে জনসভা কিংবা মিছিলের বদলে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশীদ, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মহিউদ্দিন আহাম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, ফজলুল হক আতিক, ফারুক হোসেন তুহিন, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, রেজাউল করিম রেজা প্রমুখ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997