এনা অনলাইন : | শুক্রবার, ০৩ মে ২০১৯ | সর্বাধিক পঠিত
সূর্যের প্রখরতাপে বের হলে তাকানোই দায়। সকালে থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত এই রোদেলা দিনে আমাদের সঙ্গী সানগ্লাস। শুধু সানগ্লাস হলেই তো হয় না, তা হতে হবে ফ্যাশনেবল, মুখের সঙ্গে, আপনার ব্যক্তিত্বের সঙ্গেও মানাতে হবে ঠিকঠাক।
সানগ্লাস কেনার সময়:
• নানা ধরনের সানগ্লাস আছে বাজারে৷ তবে আজকাল ক্যাট আই খুব চলছে আর নানা আকারের রিফ্লেকটার গ্লাসও জনপ্রিয়
• অনেকেরই পছন্দ গাঢ় বাদামিরঙা বেশ বড় আকারের ওভারসাইজ়ড সানগ্লাস। এগুলো দেশি বা পশ্চিমা সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়
• চোখের মেকআপ করার সময় নেই, কিন্তু যে প্রোগ্রামে যাচ্ছেন, ছবি তুলতেই হবে? তাহলে এমবেলিশড বাটারফ্লাই শেপড সানগ্লাস ব্যবহার করতে পারেন
• সানগ্লাসের শেপ সাধারণত মুখের আদলের বিপরীত শেপের কেনা উচিত। যেমন মুখের আদল যদি গোলাকার হয় তাহলে একটু কোনাচে ধাঁচের সানগ্লাস বাছাই করুন
• চারকোনা শেপের মুখের জন্য গোলাকার সানগ্লাস ভালো মানায়। পানপাতার মতো মুখের ক্ষেত্রে চোয়ালের অংশ ও কপালের অংশের সামঞ্জস্য রাখতে মোটা ফ্রেমের সানগ্লাস ব্যবহার করুন
• মুখ ডিম বা ডায়ামন্ড শেপ হলে সব ধরনের ফ্রেমই ব্যবহার করতে পারেন।
সব ধরনের মুখের গড়নের সঙ্গে মানানসই সানগ্লাস কেনার সময় লক্ষ্য রাখতে হবে এগুলো যেন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। বাজেট অনুযায়ী মানসম্পন্ন সানগ্লাস কিনুন।