
অনলাইন ডেস্ক : | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট | 924 বার পঠিত
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির ১২ জন সদস্য বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে প্রায় এক ঘণ্টার এই বৈঠকে অংশ নেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ওই বৈঠক শেষ হয় সাড়ে ৫টার পর।
এর আগে বিকেল ৩টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে রওনা হয়ে সাড়ে ৪টার দিকে বঙ্গভবনের পৌঁছান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি তখন জানিয়েছিলেন, বিকেল সাড়ে ৪টায় বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি ছাড়াও চারটি রাজনৈতিক দলকে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি। বিএনপির সঙ্গে সংলাপের পর ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। বাকি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খালেদা জিয়া গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠন নিয়ে তার দলের ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন। যার মূল কথা ছিল ‘সব নিবন্ধিত রাজনৈতিক দল, অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের’ মতৈক্যের ভিত্তিতে নতুন ইসি গঠন করতে হবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ৬ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে খালেদা জিয়ার ওই প্রস্তাবের কপি পৌঁছে দেন।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এ জন্য নতুন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি।
এনা/পা/সম
Posted ১:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel