রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির স্মরণসভা

এনা :   |   শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1855 বার পঠিত

জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির স্মরণসভা

জালালাবাদ ছাত্র কল্যান সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সদ্য প্রয়াত নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্টিত হয়েছে । বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি এ স্মরণ সভার আয়োজন করে।

সভায় নজরুল ইসলামের স্মরণে একটি শিক্ষাবৃত্তি চালু করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

উক্ত স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ শাহাব উদ্দীন এমপি, সায়রা মহসিন এমপি, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি তোফায়েল সামী, বাংলাদেশ ছাএলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রারী।

সভায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, নজরুল আমাদের ছোট ভাই ছিল। তার স্মরণে একটি ছাত্রবৃত্তি চালু করা হোক। যা দিয়ে গরীব ও অসহায় ছাত্রলীগ নেতা-কর্মীদের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হবে।

সাধারণ সম্পাদক জাকির হোসাইন বক্তব্য বলেন, নজরুল একজন মেধাবী ছাত্র ও ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলেন। সারা দেশের ছাত্রলীগ নেতা-কর্মীরা নজরুলকে আজীবন স্মরণ করবে। তার পরিবারের পাশে থাকবে।’

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে নজরুল ইসলাম মারা যান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997