মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শি জিনপিং-খালেদা জিয়া বৈঠক বিকেলে

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1057 বার পঠিত

শি জিনপিং-খালেদা জিয়া বৈঠক বিকেলে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আজ শুক্রবার বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান নয়া দিগন্তকে বলেছেন, বিকেল পাঁচটায় হোটেল লা ম্যারিডিয়ানে এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

দুইদিনের সফরে আজ ঢাকায় আসছেন শি জিনপিং।

মারুফ কামাল খান বলেন, ১৯৮৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে চীনের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের গোড়াপত্তন হয়। চীনা প্রেসিডেন্টের এই সফরকে বিএনপি গুরুত্বের সাথে দেখছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া চীনা প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন।

তিনি জানান, বৈঠকে খালেদা জিয়া সাথে দলের উচ্চক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধিদল থাকবে।

খালেদা জিয়ার সাথে শি জিনপিংয়ের এর আগে একাধিকবার সাক্ষাত হয়েছিলো।
সর্বশেষ বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম জিয়া চীন সফরকালে সেদেশের ভাইস প্রেসিডেন্টেসহ কমিউনিস্ট পার্টির নীতিনির্ধারকদের সাথেও বৈঠক করেন।

মারফ কামাল খান বলেন, চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক চায় বিএনপি। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা ও খনিজ-জ্বালানি খাতে বিনিয়োগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়, যা বেগম খালেদা জিয়ার আমল আরো সম্প্রসারিত হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানসহ সিনিয়র নেতারা প্রতিনিধিদল থাকবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997