
সিলেট অফিস : | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1083 বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে, কেয়ারটেকার সরকারের অধীনে নয়।
বুধবার মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া আপনি যদি গণতন্ত্রের পথে না আসেন, তাহলে আবারো বাঙলার রাজনীতি থেকে ছিটকে পড়বেন।’
তিনি বলেন, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন, জঙ্গিবাদ দমন করেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছেন, উন্নয়ন অবকাঠামো গড়ে তুলছেন। আগামী নির্বাচনে আবার শেখ হাসিনা বিজয়ী হবেন।
এ সময় মন্ত্রী মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজ করার ঘোষণা দেন।
সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সভাপতি সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, মোহিবুর রহমান মানিক এমপি, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এমএ রহিম শহীদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মশুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মোশারফ পাটোয়ারী অনিক প্রমুখ।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel